বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত লোকলোকালয়ের ৩৫তম জন্মদিন পালন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

Manual7 Ad Code
সিলেট :: বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত লোকলোকালয়ের ৩৫তম জন্মদিন উপলক্ষ্যে একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টস্ এর উদ্যোগে শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে মির্জাজাঙ্গালস্থ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টস্ এর সভাপতি শ্রী দিগেন সিংহ, সাধারণ সম্পাদক শান্তনা দেবী।

এছাড়া অন্যান্যর সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- অনন্যা সিনহা, পূর্ণিমা দেবী, পুষ্প দেবী সন্দিপা, ইমন সিংহ, দিপংকর সিংহ অনিক, মনসিতা দাশ প্রভা, লরিন মারসিলীন বিশ্বাস, নীলা রায়, সুমাইয়া শিমু, করুণা সিনহা, অর্পনা দেবী, সুমা রায় প্রমুখ।

Manual4 Ad Code

জন্মদিন অনুষ্ঠানে বক্তারা বলেন- ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে সংস্কৃতির কোন বিকল্প নেই। তাই এ সংগঠন সংস্কৃতিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..