দক্ষিন সুরমায় পরিকল্পিত মাজার : এলাকাজুড়ে তোলপাড়

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি : সিলেট নগীর দক্ষিন সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে “মখরম শাহ্‌” নামক একটি পরিকল্পিত মাজার তৈরী করেন, একই এলাকার মৃত উসমান আলীর ছেলে মতছির আলী।

Manual6 Ad Code

এই পরিকল্পিত মাজার নিয়ে এলাকাজুড়ে তোলপাড় বিরাজ করছে, এ নিয়ে স্থানীয় আহমদপুর গ্রামের বাসিন্দারা জানান এটা একটি পরিকল্পিত ভূয়া মাজার আগে কখনো শুনিনি মখরম শাহ্‌ নামের কোন পীর ফকির এই এলাকায় ছিলেন বলে এবং আমাদের জানা নেই এটা সম্পূর্ণ ভূয়া।

অনুসন্ধানে বেরিয়ে আসে মাজারের আসল রূপ, আহমদপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আলাউদ্দীন আহমদ সহ কয়েক জন ব্যক্তি জানিয়েছেন। পরিকল্পিত ভাবে এ ভূয়া মাজার তৈরী করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছে মতছির ও তার সহযোগীরা।

Manual8 Ad Code

যার ফলে দূরদূরান্ত থেকে আাশা মাজার প্রেমিক লোকজনের কাছ থেকে ইতি-পূর্বে হাতিয়ে নিচ্ছে, টাকা,কড়ি সহ মূল্যবান জিনিস।

এ পরিকল্পিত মখরম শাহ্‌ নামক ভূয়া মাজার উচ্ছেদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..