সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : সিলেট নগীর দক্ষিন সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে “মখরম শাহ্” নামক একটি পরিকল্পিত মাজার তৈরী করেন, একই এলাকার মৃত উসমান আলীর ছেলে মতছির আলী।
এই পরিকল্পিত মাজার নিয়ে এলাকাজুড়ে তোলপাড় বিরাজ করছে, এ নিয়ে স্থানীয় আহমদপুর গ্রামের বাসিন্দারা জানান এটা একটি পরিকল্পিত ভূয়া মাজার আগে কখনো শুনিনি মখরম শাহ্ নামের কোন পীর ফকির এই এলাকায় ছিলেন বলে এবং আমাদের জানা নেই এটা সম্পূর্ণ ভূয়া।
অনুসন্ধানে বেরিয়ে আসে মাজারের আসল রূপ, আহমদপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আলাউদ্দীন আহমদ সহ কয়েক জন ব্যক্তি জানিয়েছেন। পরিকল্পিত ভাবে এ ভূয়া মাজার তৈরী করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছে মতছির ও তার সহযোগীরা।
যার ফলে দূরদূরান্ত থেকে আাশা মাজার প্রেমিক লোকজনের কাছ থেকে ইতি-পূর্বে হাতিয়ে নিচ্ছে, টাকা,কড়ি সহ মূল্যবান জিনিস।
এ পরিকল্পিত মখরম শাহ্ নামক ভূয়া মাজার উচ্ছেদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd