সিলেটে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮

খলিলুর রহমান মাসুম :: গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেটে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে দলের কেন্দ্রঘোষিত এ কর্মসূচি শুরু হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাবেক জেলা আহ্বায়ক এডভোকেট নূরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু ও রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ- জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, হাজী সাহাব উদ্দিন ও লুৎফুল হক খোকন। সভা পরিচালনা করেন-লা শাখার প্রথম যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

দলীয় সূত্র জানায়, পুলিশী বাধা ছাড়াই বিএনপিনির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..