সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদী তীরের মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্তে মাটিচাপায় ৫ পাথর শ্রমিক নিহতের ঘটনায় পশ্চিম জাফলং ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মতিউরকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয় বলে সিলেটের সকালকে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়। তিনি জানান, বুধবার রাতে প্রত্যাহার করা হলেও এ ব্যাপারে নির্দেশনা বৃহস্পতিবার দুপুরে তাদের কাছে এসে পৌছেছে। ফলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, সিলেটের অন্যতম পাথর কোয়ারী জাফলং মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে পাথরখেকোরা। এছাড়া সম্প্রতি এই এলাকায় একাধিক প্রাণহানীর ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে বিট পুলিশিং কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ তথ্য প্রদান করতেন না বলে অভিযোগ রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd