সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহনগর হর্কাস সমিতির সভাপতি অব্দুর রকিব’সহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে ১১টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালত এই জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রকিব আলীর আইনজীবি গোলাম মর্তুজা কিবরিয়া।
তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে ফুটপাত দখলের মামালায় জামিনে মুক্ত হন রকিব আলী, রুমন আহমদ, রুহুল আমিন রুবেল ও মখলিছুর রহমান।
উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর রবিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়লি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আব্দুর রকিব । পরের দিন সকালে বাকি আসামীরা আদালতে আত্মসমর্পণ করেন।
এর আগে গত ১৮ অক্টোবর সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো হকার্স সমিতির সভাপতি আব্দুর রকিবসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd