হবিগঞ্জে আগামীকাল থেকে ইজতেমা শুরু

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮


Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে আগামীকাল ৪ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী ইজতেমার ময়দান পরিদর্শন এবং আয়োজন নেতৃবৃন্দের সাথে পরামর্শ সভা করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

Manual2 Ad Code

রিচি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাবলীগ জামাত নেতৃবৃন্দের সাথে ইজতেমা সফলে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন এবং সার্বক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরে তিনি তাবলীগ জামাত মুরুব্বীয়ান ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইজতেমার ময়দান পরিদর্শন করেন।

এসময় মুসল্লীয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত পুলিশ কর্মকর্তাকে সার্বক্ষণিক সজাগ থাকার নির্দেশ দেন এমপি আবু জাহির। এছাড়াও বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ দেন এবং বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করার জন্য বলে দেন।

Manual7 Ad Code

পরামর্শ সভায় এমপি আবু জাহির বলেন- ইজতেমাতে স্থানীয় মুসল¬ায়ীনসহ দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসবেন, তারা হবিগঞ্জের মেহমান। তাদের সবধরণের সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়াও কোনো কুচক্রী মহল যাতে নাশকতা সৃষ্টি করতে না-পারে সে ব্যাপারে প্রশাসনের পাশাপাশি তাবলীগ জামাত নেতৃবৃন্দসহ সকলকে সজাগ থাকতে হবে। তিনি তার পক্ষ থেকে ইজতেমা সফলে সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Manual6 Ad Code

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. ডালিম আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর স্নেহাংশু রায়, আবাসিক মেডিকেল অফিসার মুখলেছুর রহমান উজ্জল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সারাজ মিয়া, হাজী সামছু মিয়া, শেখ মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনসহ স্থানীয় মুরুব্বীয়ান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..