সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: কুশিয়ারা নদীর উপর রেল সেতুতে অল্পের জন্য রক্ষা পেল ৩টি প্রাণ। ট্রেন চালকের বাহাদুরীতে নিশ্চিত প্রাণনাশের আশংকা থেকে রক্ষা পেলেন এই সেলফিবাজরা।
জানা যায়, শনিবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর উপর নির্মিত রেল সেতুতে সেলফি তুলতে যান ২তরুণ। তারা সেলফিতে এতোই ব্যস্ত হয়ে পড়েন যে ভুলে যান ট্রেন আসার সময়টুকুও। তাদের পেছন পেছন আরেকজন বাক প্রতিবন্ধিও সেতুতে উঠেন। হঠাৎ সেতুর উত্তর পাশ থেকে কালনী এক্সপ্রেস হর্ণ দিলে তাদের বিপদ দেখা দেয়। তখন আর সেতু থেকে নেমে যাওয়ার সুযোগও ছিলো না। তিন প্রাণহানির আশংকায় থমকে যায় ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যস্ততা। সেতুতে থাকা ওই তিন তরুণও আতংকে হতবিহ্বল হয়ে পড়েন। কিন্তু তাদের বাঁচাতে ঝুঁকি নেন কালনী এক্সপ্রেসের চালক। সেতুতে পৌঁছার পূর্বেই তিনি দক্ষতার সাথে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান উক্ত তিনজন।
উল্লখ্য, ইদানিং রেল সেতুটি সেলফিবাজদের আড্ডায় পরিণত হয়েছে। এছাড়া সেতুর মধ্য অংশে খাঁচার মতো জায়গায় বখাটেরা গাঁজা ও জুয়ার আখড়া বানিয়ে নিয়েছে। এসব বন্ধে প্রশাসনের উদ্যোগী হওয়া জরুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd