সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-২ এর সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো, সিরাজগঞ্জের মো. আলাউদ্দিন আলী (৩৫), পটুয়াখালীর মো. নয়ন মোল্লা (২৮), মো. খোকন ঢালী (৩০), সিরাজগঞ্জের মো. আলতাফ হোসেন (৩৮) এবং বগুড়ার মো. কাউছার মন্ডল (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাঁজা গুলি, ৩ টি ডিবির ব্যবহৃত জ্যাকেট, ১ টি ওয়ারলেস (ওয়াকিটকি) সেট এবং ১ টি গাড়ি উদ্ধার করা হয়। আজ সকালে রাজধানীর কাওরানবাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় ভূয়া ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ ও ছিনতাই করতো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd