র‌্যাবের জালে ৫ ভূয়া ডিবি, অস্ত্র ও গাড়ি উদ্ধার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

ক্রাইম সিলেট ডেস্ক : ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ এর সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো, সিরাজগঞ্জের মো. আলাউদ্দিন আলী (৩৫), পটুয়াখালীর মো. নয়ন মোল্লা (২৮), মো. খোকন ঢালী (৩০), সিরাজগঞ্জের মো. আলতাফ হোসেন (৩৮) এবং বগুড়ার মো. কাউছার মন্ডল (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাঁজা গুলি, ৩ টি ডিবির ব্যবহৃত জ্যাকেট, ১ টি ওয়ারলেস (ওয়াকিটকি) সেট এবং ১ টি গাড়ি উদ্ধার করা হয়। আজ সকালে রাজধানীর কাওরানবাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় ভূয়া ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ ও ছিনতাই করতো।

এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। র‌্যাব জানায়, অপহরণকারী চক্রটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যক্তি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী ও বড় দোকানের মালিকদের টার্গেট করে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সঙ্গে থাকা গাড়ি চেক করার জন্য থামাতো। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরদ্ধে অভিযোগ- তারা টার্গেট ব্যক্তিদের গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে গাড়ি তল্লাশী করতো। এক পর্যায়ে চক্রটি দ্রুত তাদেরকে গাড়িতে উঠিয়ে নিতো। পরবর্তীতে চক্রটি ভিকটিমদের গাড়ী, টাকা-পয়সা প্রভৃতি কেড়ে নিয়ে নির্জন স্থানে গাড়ী থেকে ফেলে চলে যেতো। ক্ষেত্র বিশেষে ভিকটিমদেরকে মারধরও করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানিয়েছে, গত বৃহস্পতিবার গাজীপুরের চৌরাস্তা এলাকায় কোন এক ব্যক্তির নিকট হতে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা লুট করার লক্ষ্যে ওই এলাকায় গাড়িতে অবস্থান করছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে করা হচ্ছে। র‌্যাব আরো জানায়, এ ধরণের ভূয়া ডিবি পরিচয়ধারী অপহরণকারী দল গ্রেপ্তারে তারা অভিযান অব্যাহত রাখবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..