তাহিরপুরে সুদের টাকার জন্য তরুণকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭


Manual8 Ad Code
ক্রাইম সিলেট ডেস্ক : সুদের টাকা পরিশোধ না করায় তাহিরপুরে এক মোটর মেকানিককে আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহিন মিয়া (২৬)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গরিয়াজ গ্রামের হতদরিদ্র রিকশাচালক আজাদ মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু সুদের পাওনা আট হাজার টাকার জন্য বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেলসহ শাহিনকে ধরে নিয়ে নিজ বাড়িতে আটকে রাখে। এরপর তাকে নানা কায়দায় নির্যাতন করা হয়। একপর্যায়ে শাহিনের মৃত্যু হলে বাবলু ও তার সহযোগীরা মুখে বিষ ঢেলে চিকিৎসার জন্য রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের মা ছালেমা বেগম শুক্রবার রাতে বলেন, ‘বাবলু আমার ছেলেকে বাড়িতে টাকার জন্য আটকে রেখেছে- এ খবর পেয়ে বাবলুর বাড়িতে গিয়ে তার ও তার লোকজনের হাতেপায়ে ধরে কান্নাকাটি করি। এরপরও তারা আমার ছেলেকে ছাড়েনি। এমনকি আমাকে ছেলের সঙ্গে দেখাও করতে দেয়নি। বাড়ির সামনের একটি দোকানে দিনভর বসিয়ে রেখে বিদায় করে দেয়।’ তিনি বলেন, ‘বাবলু ও তার সহযোগীরা মিলে আমার ছেলেকে বাড়িতে আটকে রেখে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বাবলু শুক্রবার যুগান্তরকে বলেন, অভিযোগ মিথ্যা। তাকে মারপিট করা হয়নি। জামিনদার হয়ে অন্য লোকের কাছ থেকে আট হাজার টাকা নিয়ে শাহিনকে দিয়েছিলাম। টাকার জন্য শাহিনকে তাগদা দিয়েছি মাত্র।
Manual5 Ad Code

মোটরসাইকেল ফেলে যাওয়ার পর আমি সেটি আমার বাড়িতে এনে রাখি। সে কিভাবে মারা গেছে জানি না।
তাহিরপুর থানার ওসি বলেন, বাবলুর বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এলাকার ভুক্তভোগীরা জানিয়েছেন, বাবলু শুধু শাহিনকেই নয়, এলাকার বহু লোককে চড়া সুদে টাকা দিয়ে তা আদায় করার জন্য বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করে। কারও কারও জমিজমাও লিখে নিয়েছে। বাবলু ও তার সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..