বিপিএলের ভেন্যু হিসেবে সিলেটের অভিষেক : মাঠের লড়াইয়ে ভালো খেলার প্রত্যয় দলগুলোর

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

Manual5 Ad Code

সিলেটের মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের দুরন্ত লড়াই। ক্রিকেটের সবচেয়ে উপভোগ্য এই ফরমেটে মেতে উঠতে অপেক্ষার প্রহর গুনছে সিলেটবাসী। অপেক্ষা এখন ব্যাট-বলের লড়াই। উদ্বোধনী ম্যাচ হতেই তারকা ক্রিকেটাররা একে অপরের মুখোমুখি হচ্ছেন। দিনের প্রথম ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডাইনামইটস এবং দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসর মাতাতে বর্তমানে সিলেটে আছেন মাশরাফি, সাকিবরা। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে থাকা মাশরাফি এবার রংপুর রাইডার্সের অধিনায়ক। সাকিকের কাঁধে ঢাকা ডায়নামাইটসের দায়িত্ব। আর মাহমুদ উল্লাহ খুলনা টাইটানসের অধিনায়ক। গতকাল শুক্রবার গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ তিন তারকার কণ্ঠেই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বন্দনা। স্টেডিয়াম নিয়ে মুগ্ধতা ঝরে পড়ছিল তাঁদের কণ্ঠে। সাকিব বলেন, ‘সিলেটের এ স্টেডিয়ামটি অনেক সুন্দর। বিজয় দিবস টি-২০ কাপে এখানে খেলেছি আমি। বিদেশি স্টেডিয়ামের মতোই এ স্টেডিয়ামটি।’ রংপুর রাইডার্সেও অধিনায়ক মাশরাফির কণ্ঠেও ঝরল স্টেডিয়ামের প্রশংসা, ‘সবদিক দিয়েই এ স্টেডিয়ামটি দারুণ।’ মাহমুদ উল্লাহও যেন সুর মেলালেন মাশরাফি-সাকিবদের সাথে, ‘আমি এ স্টেডিয়ামে আগেও খেলেছি। তবে আগে যতোটা সৌন্দর্য এ স্টেডিয়ামে ছিল, এবার যেন আরও বেড়ে গেছে।’
শুধু স্টেডিয়ামই নয়, নিজেদের দল নিয়েও কথা বলেছেন এ তিন তারকা। রংপুর রাইডার্স সম্পর্কে দলনায়ক মাশরাফি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগুতে চাই। আমাদের প্রথম লক্ষ্য সেরা চারে জায়গা করে নেয়া।’ দল অনেক ‘ব্যালান্সড’ মন্তব্য করে মাশরাফি বলেন, ‘দল যেটাই হোক, মাঠে পারফর্ম করাটাই আসল। আমাদের দলের কম্বিনেশন ভালো। আশা করছি ভালো করব।’
ঢাকা ডায়নামাইটসের সাকিব বলেন, ‘বিপিএলে সব দলই শক্তিশালী, ব্যালান্সড। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। ঢাকা এবার গতবারের চেয়ে ভালো দল গড়েছে। গত বছরের অনেকেই দলের সাথে আছেন। যারা ব্যাকআপ প্লেয়ার হিসেবে আছে, তারাও ভালো। এবারও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ দলে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকা সম্পর্কে সাকিব বলেন, ‘পাঁচজন বিদেশি খেলানোর সুযোগ থাকায় দেশের ক্রিকেট উপকৃত হবে। বিশ্বেও বড় সব খেলোয়াড়দের সাথে খেলে দেশের তরুণ ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবে।’
খুলনা টাইটানস নিয়ে মাহমুদ উল্লাহর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ‘দল অনেক শক্তিশালী। দলে কোচ হিসেবে মাহেলা আছেন। তিনি অভিজ্ঞ ও দক্ষ। তার তত্ত্বাবধানে দল ভালো করবে বলে বিশ্বাস করি।’
প্রথমে সিলেট পর্বে খেলা হবে ৪ দিন। তিন দিন বিরতি দিয়ে ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তারপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ নভেম্বর ওই পর্ব শেষে, বিপিএলের শেষ রাউন্ড আবার ফিরবে মিরপুরে। ১২ ডিসেম্বর ফাইনাল।
এক নজনজরে মোট ম্যাচ: ৪৬টি, ভেন্যু: ৩টি। দলগুলো হচ্ছে: রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..