বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শনিবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

দৈনিক সিলেট সংলাপ সম্পাদক-প্রকাশক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং বাংলা টিভি’র সিলেট ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি, বাংলাদেশ ব্যাংকের অব. জেনারেল ম্যানেজার, ঐতিহ্য গবেষক মোঃ আব্দুর রউফ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জননিরাপত্তা আদালত সিলেট-এর স্পেশাল পিপি নওসাদ আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই. ইউ. শহিদুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন-এর প্রধান সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১’ টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটের সদ্য প্রাক্তন কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মস্তাকুর রহমান মফুর, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আতাউর রহমান, গণদাবী ফোরাম সিলেট-এর সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ব্যাংকার টিটু ওসমানী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডা. নাজরা চৌধুরী।
মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনার পর মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আজীবন গণতন্ত্রী, বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী’র জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায়, ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অব. ডা. আব্দুল মালিক কে আহবায়ক করে সিলেট বিভাগের সর্বস্তরের সুধীবৃন্দ এবং সকল পেশাজীবী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি সমন্বয়ে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী’র জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। দেশে-বিদেশে অবস্থানরত সিলেট বিভাগের কৃতি সন্তানদের উদ্যাপন পরিষদ এবং উপদেষ্টা পরিষদে সম্পৃক্ত করা হবে।
আহবায়ক কমিটি এবং উপ-পরিষদ সমূহের দায়িত্বপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা পরিষদের পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। জাতির এই মহান বীর ও অনন্য সাধারণ ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকী উদ্যাপনের সকল উদ্যোগ-আয়োজন কে সর্বাত্মক সুন্দর ও সার্থক করতে দলমত নির্বিশেষে সিলেট বিভাগ তথা সমগ্র দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

Manual4 Ad Code