সিলেটে বেড়াতে এসে প্রাণ হারালো শিশু

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

সিলেটে বেড়াতে এসে প্রাণ হারালো শিশু

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন। এদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে বলে জানা গেছে।

Manual7 Ad Code

থানা ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার (৮ মার্চ) ৩০-৪০ জন পর্যটক নিয়ে ময়মনসিংহ থেকে সোনার বাংলা নামের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০২৪৩) জাফলং যাচ্ছিল। দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাস ফিল্ডস এলাকার উমনপুর নামক স্থানে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৫৯৪৮) বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

Manual8 Ad Code

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম, ফায়ার সার্ভিসের টিম ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, এক পর্যটক শিশু মারা গেছে। আরেক জনের অবস্থা গুরুতর। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

এর আগে মঙ্গলবার রাতে একই সড়কের উপজেলার মোকামপুঞ্জি এলাকায় মোটরসাইকেল পার্কিং করে আলাপরত অবস্থায় একটি পিকআপ ট্রাকের চাপায় প্রাণ হারান তিন বন্ধু। এরমধ্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলেও রয়েছেন।

Manual2 Ad Code

এছাড়া গত ২০ জানুয়ারি একই সড়কের বাংলাবাজার এলাকায় প্রাইভেট কার খাদে পড়ে মারা যান ছাত্রলীগের চার নেতা। এভাবে বেশ ঘন ঘন ঘটছে সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..