সিলেট জেলা পরিষদের উদ্যোগে গোয়াইনঘাটে বইপড়া উৎসব

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

সিলেট জেলা পরিষদের উদ্যোগে গোয়াইনঘাটে বইপড়া উৎসব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বইমুখী করতে এবং ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে গোয়াইনঘাটে সিলেট জেলা পরিষদ ইনোভেটর বইপড়া উৎসব উপলক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস’র সভাপতিত্বে এবং ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ’র সহকারি শিক্ষক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। বইপড়া উৎসব উপলক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

Manual6 Ad Code

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দেবনাথ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ শহীদ, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাশ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার ইমু ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ১শত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

Manual5 Ad Code

জানা যায়, সিলেট জেলা পরিষদের অর্থায়নে ও ইনোভেটরের সহযোগিতায় ২০২০ সাল থেকে শুধুমাত্র জেলা পর্যায়ে বই পড়া উৎসবের আয়োজন করে আসছে। কিন্তু এবার উপজেলা পর্যায়ে এ কর্মসূচী সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার গোয়াইনঘাটে বই পড়া উৎসব উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ২এ মার্চ এ ১শত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করবে সিলেট জেলা পরিষদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

সর্বশেষ খবর

………………………..