সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্টান নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার হিফয বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরন কালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। সামর্থ্যবান সবাইকে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। দেশের নিম্নআয়ের মানুষসহ সারা দেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহে মানুষ দিশেহারা।এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী,গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, নওয়াগাওঁ ক্বওমি মাদরাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, বিশিষ্ট মুরব্বি হাজির আলী,ময়বুর রহমান, কছির মিয়া প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd