সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪
সদর সংবাদদাতা: সিলেট শহরস্থ শাহপরান থানা এলাকায় এক যুবককে মারধরসহ তার ব্যবহৃত প্রাইভেট কার ভাংচুর করে নগদ প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
গত শনিবার (১৩ই জানুয়ারি) রাত অনুমান সাড়ে ৯ ঘটিকায় শাহপরান থানাধীন সুরমাগেইট জাকারিয়া সিটি সড়কস্থ এফআইভিডিবি এনজিও প্রতিষ্ঠানের সম্মুখে এ ঘটনা ঘটেছে।
এদিকে এমন অভিযোগ এনে গতকাল রবিবার (১৪ই জানুয়ারি) ৮জনকে আসামি করে শাহপরান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছিনতাইয়ের স্বীকার ভুক্তভোগী একই থানাধীন আটগাঁও দাসপাড়া এলাকার মঈন উদ্দিনের পুত্র জসিম উদ্দিন।
দায়েরকৃত অভিযোগ সুত্রে ছিনতাইকারীরা হচ্ছেন- একই থানাধীন দাসপাড়া চকগ্রাম এলাকার শুকুর আলীর পুত্র লুকমান মিয়া, একই এলাকার লিটন মিয়ার পুত্র অলিপ, নয়াগাঁও এলাকার ফয়সল, চকগ্রাম এলাকার আলাউদ্দিনের পুত্র মকুল, দত্তগ্রাম এলাকার মজমদর ওরফে জামাল, চকগ্রাম এলাকার ইসলাম উদ্দিনের পুত্র ইমু, একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র সাজু ও একই এলাকার ছানা মিয়ার পুত্র রায়হান সহ আরোও অজ্ঞাতনামা ১০/১২জন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে- ভুক্তভোগী যুবক একটি সালিশ বৈঠকে তার পাওনা প্রায় ১১ লাখ টাকা গ্রহণ করিয়া উপরোক্ত স্থানে আসা মাত্রই ছিনতাইকারীরা ওই যুবকের প্রাইভেট কারের গতিরোধ করার জন্য সড়কে ককটেল বিস্ফোরক ঘটালে বাধ্য হয়ে যুবক রাস্তার পাশে গাড়িটি ধার করান। তখইন ছিনতাইকারীরা তাদের হাতে থাকা দেশী অস্ত্র দা ও হকিষ্টিক দিয়া যুবকের ব্যবহৃত প্রাইভেট কার যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-১৫-৪১৫৫ গাড়িটির গ্লাস ভাংচুর করিয়া প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করে। পরবর্তীতে ওই যুবককে অস্ত্রের মুখে জিম্মি করিয়া ছিনতাইকারীরা যুবকের সঙ্গে থাকা নগদ টাকাগুলো দিতে বলিলে যুবক তাতে অপারগতা প্রকাশ করলে ছিনতাইকারী হাতে থাকা হকিষ্টিক দিয়া যুবককে এলোপাতাড়ি বারি মারিয়া গাড়ির ভিতরে কালো রংয়ের ব্যাগে থাকা নগদ ১০ লাখ ৯১ হাজার টাকা ছিনিয়ে নেয় এমনকি ছিনতাইকারীরা যুবকের হাতে থাকা একটি ব্যান্ডের ঘড়ি সহ হাতে থাকা একটি বাটন ফোনও ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি উপলব্ধি করিয়া আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসিলে ছিনতাইকারীরা রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি ও মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এমতাবস্থায় ভুক্তভোগী যুবক নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চাইলে শাহপরান থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত আশপাশের লোকজনের সম্মুখে ওই যুবকের গাড়ি ভাংচুরসহ আহত অবস্থায় যুবককে উদ্ধার করেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন রশীদ জানান- তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd