সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আব্দুল্লাহ মিয়া (২৪) নামে এক যুবকের বসত ঘরের খাটের নিচ থেকে ১৪টি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) ভোরের দিকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামে আবুল মিয়ার কলোনি থেকে রামদাগুলো উদ্ধার করা হয়।
আটক আব্দুল্লাহ মিয়া (২৪) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউহন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই কলোনিতে একটি কক্ষে ভাড়া থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শনিবার (১৩ জানুয়ারি) ভোরে পুলিশ আব্দুল্লাহ মিয়ার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহকে আটক করলেও ঘরে থাকা তার ৬-৭ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd