কানাইঘাটের কেন্দ্রগুলো ছিল ফাঁকা! তালবাড়িতে পড়েছে ৪১ ভোট

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

কানাইঘাটের কেন্দ্রগুলো ছিল ফাঁকা! তালবাড়িতে পড়েছে ৪১ ভোট

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ৪ লাখ ২ হাজার ২’শ ৯৯জন ভোটারের মধ্যে মাত্র ৪৭ হাজার ১’শ ৫৩ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দিন চৌধুরী। তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৩২ হাজার ৯’শ ৭৩ ভোট।

Manual2 Ad Code

সিলেট-৫ আসনে ১৫৮টি কেন্দ্রের মধ্যে কানাইঘাট উপজেলার ৮১টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সব চেয়ে কম। প্রায় প্রতিটি কেন্দ্র ছিল ফাঁকা। রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি মাদ্রাসা মহিলা ভোট কেন্দ্রে ২০৯৩ জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে মাত্র ৪১টি।

Manual3 Ad Code

একই মাদ্রাসার পুরুষ কেন্দ্রে ২১২৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯৯জন। ফাগু বাশঁবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৯২০জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে মাত্র ১১৩টি। এভাবে দুই’শের কোটা পেরুতে পারেনি বেশ কয়েকটি কেন্দ্র। সহকারী রিটারিং অফিসারের কার্যালয় হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত ফলাফলের তালিকায় দেখা যায় কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ১৪ হাজার ২শ ৯৫জন। এরমধ্যে বৈধ ভোট প্রদান করেছেন মাত্র ৩৫,৬১৩ জন ভোটার। ইউনিয়ন ভিত্তিক গড় হিসাবে দেখা যায় সবচেয়ে কম ভোট পড়েছে ঝিঙ্গাবাড়িতে। ২৭,৩৯৯ জন ভোটারের মধ্যে মাত্র ২৬৮১ জন ভোটে গিয়েছেন, বাকিরা ভোট বর্জন করেছেন। এভাবে প্রায় প্রতিটি ইউনিয়নের চিত্র একই।

এদিকে সরেজমিনে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা। তবে যারা ভোটে গিয়েছে তারা র্নিবিগ্নে ভোট প্রদান করেছেন। বিজয়ী প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, সিলেট-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তাকে বিপুল ভোটে বিজয়ী করায় কানাইঘাট-জকিগঞ্জবাসীকে তিনি মোবারকবাদ ও অভিনন্দন জানান। পরাজিত আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও আওয়ামীলীগ নেতা অপর স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির গত কয়েকদিন থেকে তাদের সমর্থকদের নানাভাবে হয়রানীর অভিযোগ তুলেছিলেন। তবে ভোট নিয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসজ্ঞত যে, সিলেট-৫ আসন থেকে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..