সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের কৃতিসন্তান ও ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার আর নেই। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাতে তাঁর পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যোতির্ময় সরকার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে দায়িত্ব পালন করতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
সুনামগঞ্জের মধ্যনগরের জওহরলাল সরকারের ছেলে জ্যোতির্ময় সরকার এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ ক্যাডার সার্ভিসের (বিসিএস) ৩১ তম ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০০-২০০১ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুপূর্বে তিনি ৫ বছর বয়সী এক ছেলে রেখে গেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd