সিলেটে হাতকড়া ভেঙ্গে আসামি পলাতক, দুই এএসআই ক্লোজড

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙ্গে পালিয়েছে ৫ মামলার এক আসামি। এই ঘটনায় দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে থানায়।

Manual8 Ad Code

মঙ্গলবার দুপুরে সিলেটে আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। আসামি আলামিন (২০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগেরগাছা গ্রামের শফিউল আলম সুমনের ছেলে। মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহপরাণ থানার একটি ডাকাতি মামলায় আদালতে হাজির করতে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জননিরাপত্তা ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি আলামিন ও বাবুলকে। সেখানে হাজিরা শেষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় আলামিন।

Manual3 Ad Code

এই ঘটনায় আসামির দায়িত্বে থাকা এএসআই বেলাল উদ্দিন ও এএসআই শফিক মিয়াকে ক্লোজড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশপাশি এ ঘটনায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রণব কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এ ব্যাপারে মামলা হয় সিলেট কোতোয়ালি থানায়। আসামি পলায়নের ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..