২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : শিক্ষামন্ত্রী নাহিদ

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৮

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আউশ প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ, রাসায়নিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার দেশের সকল কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করণের লক্ষ্যে বছর ব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে। তাদের মধ্যে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগপযোগী উন্নয়নের কারণে পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশ আজ ৪ নম্বর অবস্থানে আছে। শাক-সবজি উৎপাদনে বাংলাদেশ ৩ নম্বরে ও মাছ উৎপাদনে ৪ নম্বর অবস্থানে রয়েছে। আমাদের দেশ চলতি মাসেই উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে, আমরা আর পিছিয়ে নেই। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের বিদ্যুতায়ণ শতভাগ করা হবে। বিদ্যুৎ না থাকলে, কল-কারখানা, শিল্প-কারখানা, ইন্ডাস্ট্রি তৈরি হবে না, তাতে বেকারত্বের হার বৃদ্ধি পাবে। সেজন্য বিদ্যুতের উন্নয়নের কাজ সরকার অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

গতকাল সোমবার সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে, সমবায় অফিসার মো. জামাল মিয়ার পরিচালনায় সূচিব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, উপজেল কৃষকলীগ সভাপতি ইসমাঈল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রায় ৯৭৫ জন কৃষকের মধ্যে বীজ, রাসায়নিক সার ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..