গোয়াইনঘাটে সংখ্যালঘু নারী ইউপি সদস্যের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

গোয়াইনঘাটে সংখ্যালঘু নারী ইউপি সদস্যের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সংখ্যালঘু নারী ইউপি সদস্য প্রভাষী রানী দাস (৩৫) এর উপর হামলা ও শ্লীলতাহানি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য প্রভাষী রানী দাস বাদি হয়ে ৪জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার বেলা  ১১ ঘটিকার সময় ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের অন্তর্গত পূর্নানগর গ্রামে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালযয়ে এ হামলার ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

অভিযুক্তরা হলেন, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল এর ভাই পূর্নানগর গ্রামের মৃত আজির উদ্দিনের পূত্র মুহিবুর রহমান (৫৫) ও দুই ছেলে মুছাদ্দেক কিবরিয়া মাহাদি (২৫), মাশরাফি কিবরিয়া মাহিদ (২৩), এবং ভাতিজা

অভিযোগ সূত্রে জানা গেছে,  প্রভাষী রানী দাস ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। বুধবার  (৩০ আগস্ট) সকালে হামলাকারী মুহিবুর রহমান লোক মারফত ওই নারীকে পূর্নানগর গ্রামে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় আসার জন্য সংবাদ পাঠান। আসার সাথে সাথে মুহিবুর রহমান তাকে কথ্য ভাষায় গালিগালাসহ বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মুহিবুর রহমান নারীর উপর উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করিলে মুহিবুর রহমান ছড় থাপ্পর মারতে শুরু করেন। পরে নারীর চিৎকার শুনে কার্যায়ের বাহিরে থাকা অন্যান্য বিবাদীরা কার্যালয়ের ভিতরে আসিয়া আমাকে এলোপাতারিভাবে মারধর করতে থাকে। তারা প্রভাষী রানী দাস এর শাড়ী ধরিয়া টানা হেছড়া করিয়া শ্লীলতাহানি করে। চিৎকার ছেছামেছি করতে থাকিলে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিলে প্রানে রক্ষা পান প্রভাষী রানী দাস। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসিয়া চিকিৎসা গ্রহণ করেন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..