সিলেটে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক : আইসিইউতে স্বাস্থ্যকর্মী মতিউর

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

সিলেটে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক : আইসিইউতে স্বাস্থ্যকর্মী মতিউর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বিভিন্ন স্পটে । খোদ ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালেও সন্ধান মিলেছে এডিসের লার্ভার । সিসিক এডিস মশার লার্ভা ধ্বংসে নানামুখি পদক্ষেপ নিলেও ক্রমান্নয়ে তা ছড়িয়ে পড়ছে। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এমনটা বলছে সিসিক স্বাস্থ্য বিভাগ। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা থেকে ডেঙ্গু জ্বরের সংক্রমন সিলেটে ছড়িয়েছে । কিন্তু সম্প্রতি সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় এডিসের লার্ভার সন্ধান পাওয়ায় আতংকিত নগরবাসী ।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের স্বাস্থ্যকর্মী সরদার জমাদার মতিউর রহমান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। আজ শনিবার তার শারীরিক অবস্তার অবনতি হলে তাকে জরুরি ভাবে আইসিইউতে নেওয়া হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া অসুস্থ মতিউরের খোঁজ খবর নিচ্ছেন।

Manual4 Ad Code

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম তিন সপ্তায় ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতিউর রহমান ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Manual7 Ad Code

শনিবার দুপুরে মতিউরকে আইসিইউতে দেখতে যান হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, সোহেল রানা, হীবন রায় দীপ, ৪র্থ শ্রেণীর সভাপতি আব্দুল জব্বার।

জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে এ পর্যন্ত সিলেট বিভাগে প্রায় দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে । সিলেটেও শনাক্তের সংখ্যা প্রায় শতাধিক । সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে । এখন সতর্ক থাকার কোনো বিকল্প নেই। তিন সতর্ক করছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে। ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সরনাপন্ন হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

এদিকে সিসিকের ২৬ নম্বর ওয়ার্ডের দুইটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ার পর এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিলেছে এডিস মশার লার্ভা । ওসমানী মেডিকেল নির্মাণাধীন ভবনের বেশ কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যায় । অবশ্য তাৎক্ষণিকভাবে এসব লার্ভা ধ্বংস করেছে সিসিক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ডেঙ্গু রোগীদের জন্য ৩টি ওয়ার্ডে পৃথক ডেঙ্গু কর্নারের ব্যবস্থা করা হয়েছে ।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, সিলেট বিভাগে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় গোয়াইঘাট উপজেলায় । সেই রোগীর ঢাকা ভ্রমণের রেকর্ড পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা ভ্রমণের সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়নি । তবে সবাইকে সতর্ক থাকতে হবে ।

Manual7 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, সিলেটে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী । যাদের মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগী । বিভাগীয় উপ-পরিচালক ডা. শরীফুল হাসান জানান, সিলেট মহানগর ও জেলার পাশাপাশি বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শনাক্ত ও ভর্তি হচ্ছেন । এখন সতর্কতার কোন বিকল্প নেই, তবে নগরবাসীকে আতংকিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন নিজে সচেতন হলে, নিজ বাসাবাড়িতে নিজেরা খেয়াল নিলে এ পরিস্থিতি উত্তরণ করা সম্ভব ।

Manual2 Ad Code

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন । সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল।

গোয়াইনঘাট, মৌলভীবাজার বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগীরা ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ওসমানী হাসপাতালের তিনটি ওয়ার্ডে পৃথক তিনটি ডেঙ্গু কর্নারের ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ টিম করা হয়েছে । এই টিমের মাধ্যমেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..