হবিগঞ্জে কলেজের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

হবিগঞ্জে কলেজের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও ছাত্রকে হেনস্তা করার অভিযোগে নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখান্ত করা হয়েছে।

Manual3 Ad Code

একই সাথে ঘটনা তদন্তে ইতিহাস বিভাগের প্রধান সৈয়দা রকিবুন্নাহারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম রোমান মিয়া (৩২)।

Manual2 Ad Code

শুক্রবার (১৪ জুলাই) বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়ে সিকিউরিটি গার্ড (নিরাপত্তাকর্মী) রোমান মিয়া গত ১০ জুলাই কলেজ চলাকালীন সময়ে জনৈক এক ছাত্রীকে ধর্ষণ করেছে। বিষয়টি জানতে পেরে বিভিন্ন ছাত্র সংগঠন কলেজের অধ্যক্ষকে অবগত করলে অধ্যক্ষ রোমান মিয়াকে তার কক্ষে তলব করেন। অধ্যক্ষের জিজ্ঞাসাবাদে রুমান মিয়া ধর্ষণের কথা অস্বীকার করে। এসময় অভিযুক্ত রোমান মিয়া ধর্ষণের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন এবং তিনি জানান, ‘‘একটি কক্ষে এক ছাত্রের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতে দেখে ওই ছাত্রী ও ছাত্রকে সে মারধর করেছে। মেয়েটিকে ধর্ষণ বা কোনো রকমের যৌন হেনস্তা করেননি’’।

Manual7 Ad Code

সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, ‘‘ফেইসবুকে বিষয়টি ভাইরাল হলেও কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এবং নিরাপত্তাকর্মী রোমান মিয়ার বক্তব্যে পার্থক্য রয়েছে। রোমান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’’

Manual8 Ad Code

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন বলেন, ‘‘এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘‘এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..