শান্তিগঞ্জে কাঁঠাল নিয়ে অশান্তি, নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

শান্তিগঞ্জে কাঁঠাল নিয়ে অশান্তি, নিহতের সংখ্যা বেড়ে ৪

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম হাঁকানো নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মুখলেছুর রহমান (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হাসনাবাজ গ্রামের আছির মাহমদের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দারিয়েছে।

 

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত (১০ জুলাই) সোমবার সংঘর্ষের পর পুলিশের ভয়ে আত্মগোপন থেকে স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন আহত মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধা গ্রামের মালদার পক্ষের লোক।

 

উল্লেখ্য, সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের দিন নিহত তিন ব্যক্তিরা হলেন, উপজেলার হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শান্তিগঞ্জ থানার (ওসি) খালেদ চৌধুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান চালিয়ে উভয়পক্ষের ৬ জন আটক করা হয়েছে। নিহত মখলছুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ সংঘর্ষেই তার মৃত্যু হয়েছে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমরা যাচাই বাচাই করছি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..