নগরীতে নারীর উপর হামলা : প্রদান আসামি ইজাজ কারাগারে

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

নগরীতে নারীর উপর হামলা : প্রদান আসামি ইজাজ কারাগারে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সুবিদ বাজারস্থ লাভলী রোডের বাসিন্দা জেসমিন আক্তার ববিতা (৩০) এর উপর হামলার মূলহোতা মামলার প্রদান আসামি সৈয়দ ইজাজুর রহমান কারাগারে।

Manual2 Ad Code

গত বছরের ১২ জুলাই নগরীর সুবিদ বাজারস্থ লাভলী রোডে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা জেসমিন আক্তার ববিতা বাদি হয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন সহযোগীতা নিয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানা ৩জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তারিখ-১৪-০৭-২০২২ ইং।

এই মামলায় আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (১০ জুলাই) আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামি সৈয়দ ইজাজুর রহমান (২৮) জগন্নাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কাজল মিয়ার (বাদশা মিয়া)’র ছেলে। বর্তমানে নগরীর উত্তর বাগবাড়ীর প্রমুক্ত একতা ৪০১/২ নাঈম ভিলার বাসিন্দা। মামলার অন্যান্য আসামিরা হলেন- কাজল মিয়ারই ছেলে সৈয়দ শাহনুর রহমান (৩০), সৈয়দ হাফিজুর রহমান সোহাগ (৩৩)।

মামলার এজহার সূত্রে জানা গেছে, মামলার আসামীগণ পরস্পর সহোদর ভাই হন। এর মধ্যে সৈয়দ হাফিজুর রহমান সোহাগ বাদি ববিতার সাথেপূর্ব পরিচিত। সেই বাদির সরলতার সুযোগ নিয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জেসমিন আক্তার ববিতা বাদী হয়ে গত ১১/০৯/২০২১ ইং কতোয়ালী থানায় কতোয়ালী জি.আর ৬৯৫/২০২১ নং একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

উক্ত মামলার আক্রোতে বাদি জেসমিন আক্তার ববিতাকে প্রাণে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ১২/০৭/২০২২ ইং আসামীগণ জেসমিন আক্তার ববিতাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের হামলার কবল থেকে স্থানীয়রা জেসমিন আক্তার ববিতাকে গুরুতর রক্তাত্ব অবস্তায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তিনি কিছুটা সুস্থ্য হলে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

জেসমিন আক্তার ববিতা জানান, হামলার মূল পরিকল্পনাকারী সোহাগ দেশ থেকে পালিয়েছে। এমনকি সেখান থেকে তাকে ফের হামলার পরিকল্পনায় লিপ্ত রয়েছে।

Manual2 Ad Code

এদিকে মামলার প্রদান আসামি সৈয়দ ইজাজুর রহমানকে কারাগারে প্রেরনের পর বাদিনী জেসমিন আক্তার ববিতা তার ফেইসবুক আইডিতে একটি পোষ্ট দিয়েছেন। সেই পোস্টের নিচে অশ্লীল ভাষায় একটি কমেন্ট করেছেন আসামির চাচাতো ভাই হামিম আহমদ। তিনি সেই কমেন্টে বাদিনীকে হুমকি প্রদান করেন। সব মিলিয়ে মামলা করে তিনি বিপাকে পড়েছেন। আসামিরা তার উপর ফের হামলা করতে পারেন। হামলা আতঙ্কে দিনপাত কাটছে বাদিনী জেসমিন আক্তার ববিতার।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..