জাফলংয়ে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কর্মকর্তার ছেলের লাশ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

জাফলংয়ে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কর্মকর্তার ছেলের লাশ

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় আরশ আহমেদ (১৫) নামে কিশোর। দুদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আরশ আহমেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জাহেদুল হোসেনের ছেলে। সে রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জাফংলয়ের জিরোপয়েন্ট এলাকায় পর্যটক আরশ আহমদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ আরশের লাশ বলে শনাক্ত করা হয়।

Manual4 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার আরশ আহমেদ তার বাবা-মা ও ছোটভাইয়ের সঙ্গে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকালের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় একপর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন মিলে বাবা ও ছেলেকে উদ্ধার করতে যান। বাবাকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়।

Manual1 Ad Code

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ জানান, শনিবার সকালে আরশের মরদেহ পানিতে ভেসে ওঠে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..