ওয়াশরুমে গোপন ক্যামেরা : টাঙ্গুয়ার হাওরে নজরদারিতে পর্যটকবাহী হাউসবোট

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

ওয়াশরুমে গোপন ক্যামেরা : টাঙ্গুয়ার হাওরে নজরদারিতে পর্যটকবাহী হাউসবোট

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউসবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন। গত দুই দিন ধরে তাহিরপুর থানা ও বাজারঘাটে থাকা প্রতিটি হাউসবোটের কক্ষে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পাশাপাশি স্থানীয় পুলিশের পক্ষ থেকেও হাউসবোটে ভ্রমণকারী পর্যটকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে হাউসবোটের যাত্রীদের তালিকা থানায় জমা দিতে চালকদের নির্দেশ দিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন। গত ১ জুলাই ‘স্বপ্ন’ নামে একটি হাউসবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা ধরা পড়ে।

এ ঘটনায় স্বপ্ন হাউসবোটের চালক মো. সুহেল মিয়া থানা পুলিশের সহায়তা নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু ওই ঘটনায় তিনি তাহিরপুর থানায় অভিযোগ দেননি বলে জানা গেছে।

ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘‘ক্যামেরা পাওয়ার বিষয়টি নিয়ে স্বপ্ন হাউসবোট কর্তৃপক্ষের কেউ থানায় অভিযোগ করেননি। তবে এ ঘটনার পর থেকে হাওরে ঘুরতে যাওয়ার আগে হাউসবোট কর্তৃপক্ষকে পর্যটকদের তালিকা থানায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সে অনুযায়ী পর্যটকবাহী হাউসবোটগুলো টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে।’’

Manual8 Ad Code

তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, ‘‘গত দু্ইদিন ধরে হাউসবোটগুলোতে প্রশাসনের নজরদারিতে আনা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) প্রতিদিন বিষয়টি দেখভাল করছেন।’’

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..