সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : মারপিটের অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আহমদ নূরের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভানুদেব নামের এক ক্ষুদ্র ব্যবসায়ি। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় ভোজন রেস্টুরেন্ট এর সামনে পান বিক্রেতা ভানুদেব স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের দ্বারা অতর্কিত হামলার শিকার হন।
হামলায় স্থানীয় কাউন্সিলার ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমদ নূর নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করে আহত ভানুর পরিবার। পরদিন প্যানেল চেয়ারম্যান আহমদ নূরের নাম উল্লেখ করে ১০-১২ জন আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন আহত পান ব্যবসায়ি ভানুদেব। ২ জুলাই অভিযোগ তদন্ত করে এফআইআরভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা কর্তৃপক্ষ।
মামলার বাদী ভানু দেব বলেন, ঘটনার দিন আমি আব্দুজ জহুর সেতু এলাকায় পানের ব্যবসা করছিলাম। পূর্ব আক্রোসের জেরে আহমদ নূরের নেতৃত্বে ১০-১২ জন লোক আমার উপর অতর্কিত হামলা করে। আমি এই ঘটনায় আইনের সুবিচার চাই।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে চেয়ারম্যান আহমদ নূর বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বাদী একজন মাদকাশক্ত। সেদিন সে আরেক ক্ষুদ্র ব্যবসায়ির সাথে জগড়া করছিল। সমাধান করতে এগিয়ে গেলে সে আমার উপর চড়াও হয়। এসময় স্থানীয়রা হট্টোগোল করে । আমি সব মিটমাট করে দেই। এখন তিলকে তাল বানিয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগটি এফআইআরভুক্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd