সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮
সিলেট :: “মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান এর নেতৃত্বে র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সাফায়াৎ মুহম্মদ সাহেদুল ইসলাম, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, পিটিআই সুপার এ.কে এম ইব্রাহিম, দি নিউ নেশন এর সিলেট ব্যুারো প্রধান এস এ শফি, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, হাছিনা ইয়াছমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দ সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। পরে নেতৃবৃন্দ সিলেট পিটিআই হলরুমে এক আলোচনা সভায় যোগদান করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd