সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে শাহেদ আহমদ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে। সে এক কন্যা সন্তানের পিতা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে ২ মাস আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দেয়।এরপর থেকে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়ে সে।
গতকাল রাতে পরিবারের সকলের অগোচরে রাতের কোন এক সময় গোয়ালঘরের ভিতরে কাঠের বর্গার তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বিকাশ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে লাশ প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বউ ছেড়ে যাওয়ায় সে আত্মহত্যা করতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd