সিলেটে সরকারি মৎস্য কর্মকর্তাকে ‘ভাই’ ডেকে পড়লেন ক্ষোভের মুখে

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

সিলেটে সরকারি মৎস্য কর্মকর্তাকে ‘ভাই’ ডেকে পড়লেন ক্ষোভের মুখে

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : এবার সিলেটে এক সরকারি কর্মকর্তাকে ‘ভাই’ বলে সম্বোধন করে ক্ষোভের মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফাহিম আহমেদ।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এই সদস্যের ভাষ্য, “দুপুরে একটি কাজে মৎস্য কার্যালয়ে যাই। গিয়ে দেখি উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান নেই। তখন পাশের কক্ষের উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানকে বলি, ‘ভাই (মৎস্য অফিসার হাসিবুল হাসান) কোথায়’?

Manual8 Ad Code

“এ কথা বলতেই উপ-সহকারী মৎস্য কর্মকর্তা খেপে গিয়ে বলেন, ‘ভাই কেন ডাকলেন? একজন বিসিএস ক্যাডারকে কীভাবে ডাকতে হয় আপনি জানেন না..?’

Manual3 Ad Code

“তখন কী ডাকতে হবে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘ফিশারি অফিসার ডাকবেন।” এ সময় সঙ্গে থাকা দুজন সহকর্মীও এর প্রতিবাদ করেন বলে জানান ফাহিম আহমেদ।

Manual7 Ad Code

এ বিষয়ে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “কয়েকজন লোক অফিসে এসে জানতে চাইছিলেন, ‘ভাই কোথায়, আমি তাদের বলি ভাই কে?’ তখন উনারা মৎস্য কর্মকর্তার রুম দেখালে আমি বলি, মৎস্য কর্মকর্তা একজন বিসিএস কর্মকর্তা। একটু শালীনতার সঙ্গে বলুন।
“এতে উনারা রাগ করে থাকলে আমি দুঃখিত। আমি মৎস্য কর্মকর্তাকে ‘স্যার’ ডাকার কথা বলিনি।”

গোলাপগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসিবুল হাসান বলেন, “ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আজ উপস্থিত ছিলাম না, থাকলে এটি হত না। সহকারী মৎস্য কর্মকর্তা এটি ভুল করেছেন। আজ বিয়ানিবাজার উপজেলায় ছিলাম; গোলাপগঞ্জে আমি অতিরিক্ত দায়িত্বে রয়েছি।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..