সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের নার্সিং শিক্ষা ও সার্ভিসে গবেষণা অতীব জরুরি। এজন্য মানসম্মত, আধুনিক নার্সিং শিক্ষাও অপরিহার্য। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পিছিয়ে থাকা নার্সিং শিক্ষা ও সার্ভিসের উন্নয়নে রিসার্চ টিম, বাংলাদেশ পিপলস এডভান্সড ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার, আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বিজয়নগরের ২০৩ নম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের কনফারেন্স হলে ‘বাংলাদেশের নার্সিং শিক্ষা ও সার্ভিসে গবেষণার গুরুত্ব’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
বিশেষ অতিথি থাকবেন সেন্টার ফর মেডিকেল এডুকেশন-এর অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার। সভাপতিত্ব করবেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) গ্যাব্রিয়েল ম্যাথিউ, স্বাগত বক্তব্য দেবেন অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ফরাজী।
ওই সেমিনারে নার্সিং শিক্ষা ও নার্সিং সার্ভিসের বিষয়ে একটি বিশেষজ্ঞ টিমের বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান সাংবাদিকদের কাছে তুলে ধরবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd