সমাবেশ সফলের লক্ষে গোয়াইনঘাটে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

সমাবেশ সফলের লক্ষে গোয়াইনঘাটে বিএনপির প্রস্তুতি সভা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: আগামী ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার নন্দির গাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নন্দির গাও ইউনিয়নের সালুটিকরস্থ একটি মাটে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আং মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, কৃষক দলের সদস্যসচিব জিয়া উদ্দিন,এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য বিলাল উদ্দিন, হেলাল আহমদ বাদশা, আমির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, আব্দুল মুমিন আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য আব্দুল হাকিম চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সরকারকে বিদায় দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এবং দেশের মানুষ আজ কঠিন সংকটে রয়েছে। দেশের প্রতিটি সংকটময় মুহুর্তে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। তাই তো বিএনপির এত জনপ্রিয়তা। আগামী ২০ তারিখে প্রমাণ হবে একমাত্র বিএনপিই গণ মানুষের জনপ্রিয় রাজনৈতিক দল।
অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন এনপিসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..