সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
সিলেট :: সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফি বলেছেন- প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষার আলোয় উদ্বাসিত হতে হবে। পড়াশোনায় গভীর ভাবে মনোযোগ দিয়ে নিজের জীবনকে রাঙাতে উদ্যোগি হওয়া প্রয়োজন। শিক্ষার প্রতি দায়িত্ববোধ না জন্মাতে পারলে সুন্দর, সুখী ও মায়াবী জীবনযাপন করা দুরহ কঠিন ও অসম্ভব। তিনি বলেন- মানবজীবনে অধ্যয়নের কোনো বিকল্প নেই। অধ্যয়নের তপস্যায় সবাইকে সবার আগে সচেতন হওয়া দরকার। তিনি গতকাল ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২ টায় সিলেট শহরের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স্যাল কলেজ মিলনায়তনে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট’র শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন- বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ও আলোকোজ্জ¦ল করে গড়তে হলে নতুন প্রজম্মের সকল শ্রেণির শিক্ষার্থীকে পড়াশোনায় মন-প্রাণ বসাতে হবে আন্তরিকতার সাথে। কেবল মাত্র পড়াশোনার দ্বারাই বাংলাদেশকে উন্নতির চুড়ান্ত শিখরে নিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স্যাল কলেজ’র বরেন্য অধ্যক্ষ মুহাম্মদ কুদরতে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিভার্স্যাল কলেজ’র পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শামসুর রহমান ও ইউনিভার্স্যাল কলেজ’র ফাইনেন্স ডাইরেক্টর সৈয়দ ফিদা আল হাসান। অনুষ্ঠানে বক্তারা প্রত্যেবার কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট’র শিক্ষা বৃত্তি বিতরণ কার্যক্রম জোরেশোরে চালানোর জন্য কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট’র কানাডার সভাপতি এমদাদ খান, ঢাকার সভাপতি ইয়াকুব আলী ও সেক্রেটারী জেনারেল নাসির উদ্দিনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিভার্স্যাল কলেজ’র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন- মো. বুরহান উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ, সামিউজ্জামান সামিয়ান, সানজিদা সুলতানা ও সানজিমা আক্তার ফাম্মি। বৃত্তি বিতরণে রয়েছে সমাজসেবী প্রতিষ্ঠান ‘সুরভী’। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিভার্স্যাল কলেজ’র গণিত বিভাগের প্রভাষক মো. ফরহাদ সোলেমান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd