হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট শাহ আলমসহ কর্মকর্তারা বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।

আটক শফিকুল কুমিল্লা জেলার গুণাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার আইডি নম্বর- ১৯০০৭০০৩৪।

Manual5 Ad Code

আনসার সদস্য শফিকুল বেশ কিছুদিন ধরে ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দিয়ে আসছিল। পরে হেড কোয়ার্টাসের নির্দেশ অনুযায়ী তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আনসার কর্মকর্তা শাহ আলম।

তিনি আরও জানান, হবিগঞ্জ সদর উপজেলা আনসার প্রশিক্ষক তানজীন আহমেদ বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, আনসার সদস্য শফিকুলকে ভিডিপি কার্যালয় থেকে থানায় সোপর্দ করা হয়েছে। তবে এখনও মামলা দায়ের করা হয়নি

Manual3 Ad Code