মোহনায় বাদল হত্যা : আকরাম ডুবেল ও শাবানা আক্তার হেপীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

মোহনায় বাদল হত্যা : আকরাম ডুবেল ও শাবানা আক্তার হেপীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

Manual7 Ad Code

কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লা জেলার মোহনা থানাধীন নজরপুর এলাকার পাখালিয়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া খুনের ঘটনায় আকরাম ডুবেল ও শাবানা আক্তার হেপীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ।
অভিযুক্ত আসামিরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ছত্তিশ গ্রামের আলীর ছেলে আকরাম ডুবেল (২৯), ও কুমিল্লার মোহনা থানাধীন নজরপুর পাখালিয়াকান্দি গ্রামের মৃত রফিক মিয়া ধন এর মেয়ে শাবানা আক্তার হেপী। বাদল মিয়া খুনের সাথে জড়িত থাকার সকল প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
চার্জশীট ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহনা থানার মামলা নং-১৭, তারিখ- ১১/০৯/২০১৯ইং, (জি. আর- ১১১/১৯) মামলায় পুলিশ বিগত ২২/০৭/২০২০ইং তারিখে যাহার অভিযোগপত্র নং- ১৫৮, ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ। বিজ্ঞ আদালত গত ২৩/০৭/২০২০ইং তারিখ আসামী আকরাম ডুবেল ও শাবানা আক্তার হেপীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করিয়াছেন। সংবাদ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মোহনা থানাধীন নজরপুর পাখালিয়া গ্রামের মৃত রফিক মিয়া ধন এর মেয়ে শাবানা আক্তার হেপীকে ২০০৫ সালে ইসলামী শরিয়ত মোতাবেক মনির হোসেনের সহিত বিবাহ দেন। আসামী আকরাম ডুবেল ব্যবসায়ী সূত্রে শাবানা আক্তার হেপীর স্বামীর সহিত পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে আকরাম ডুবেল প্রায়ই শাবানা আক্তার হেপীর স্বামীর বাড়ীতে যাওয়া আসা করিতে এবং গোপনে অবৈধ প্রেমের সম্পর্ক গড়িয়া তুলে। শাবানা আক্তার হেপীর স্বামী মনির হোসেন বিগত ০৫/০৮/২০১৮ইং তারিখ মৃত্যুবরণ করেন। শাবানা আক্তার হেপীর স্বামীর মৃত্যুর পরপরই তাহাদের অবৈধ সম্পর্ক গভীর হয় এবং একপর্যায়ে আসামী আকরাম ডুবেল ও তাহার সহযোগী আসামী শাবানা হেপীকে সঙ্গে নিয়ে পালানোর সময় আসামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে বাদল মিয়া ও তাহার বন্ধু আবুল মিয়া বাঁধা প্রদান করিলে ১নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দিয়া বাদল মিয়াকে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং শাবানা আক্তার হেপী বাদল মিয়াকে এলোপাথাড়ী মারধর করে। আসামীদের এলোপাতাড়ী মারধরে বাদল মিয়া অজ্ঞান হইয়া পড়িলে আশ পাশের লোকজন তাহাকে হাসপাতালে নিয়ে যাওয়াকালে সে মারা যায়। পরবর্তীতে বিগত ১১/০৯/২০১৯ইং তারিখ বাদী থানায় আসিয়া উক্ত আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ২নং আসামীকে পুলিশ বিগত ১০/১২/২০১৯ইং তারিখ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করে এবং ১নং আসামী ঘটনার পর হইতে এযাবৎ আত্মগোপন করিয়া পলাতক রহিয়াছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..