সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১
বিশেষ সংবাদদাতা : আমেরিকা প্রবাসী নারী সেজে বিয়ানীবাজারের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এ ঘটনায় ভূক্তভোগী যুবক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক ইমরান আহমদ পুলিশের কাছে নারী কণ্ঠে বিয়ানীবাজারের ওই যুবকের সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার উপজেলার সুলতান আহমদ নামক এক যুবকের সাথে প্রতারক ইমরান আহমদের ফেইসবুকে যোগাযোগ হয়। ইমরান নিজেকে নাজমা আক্তার ছাভা নাম দিয়ে নারী কণ্ঠে সুলতানের সাথে কথা বলতে থাকে এবং জানায় সে আমেরিকা প্রবাসী। দু’জনের ফেসবুক প্রেম গভীর হলে প্রতারক ইমরান বিয়ে করে সুলতানকে আমেরিকা নিয়ে যাওয়ার লোভ দেখায়। এতে সুলতান সম্মতি প্রদান করলে আমেরিকা প্রসেসিংয়ের টাকা ও নিজেকে অসুস্থ দাবী করে বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় ৪ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি জানান, এক পর্যায়ে সুলতানের সন্দেহ হলে বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করে বুধবার রাতে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকার বাসা থেকে ইমরান আহমদ (৩২) আটক করে। সে মৃত ইকবাল মিয়ার পুত্র। সে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করে। প্রতারক ইমরানের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd