সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার হোমনায় ৩ হাজার ৮শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী বাউল শিল্পী দম্পতিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মাথাভাঙা ইউপির পঞ্চবটি মাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জয়পুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. সুমন মিয়া ও তার স্ত্রী স্মৃতি সরকার। উদ্ধার ইয়াবার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, গত বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট এলাকার মনির নামে এক ব্যক্তি চার হাজার ইয়াবার চালান তাদের কাছে দিয়ে যায়। এগুলো থেকে দুইশ’ ইয়াবা ট্যাবলেট এরইমধ্যে তারা বিক্রি করেছে। বাকি ৩ হাজার ৮শ’ তাদের ঘরের কাঠের ওয়্যারড্রোবের ভেতরে স্মৃতির ব্যাগে রয়েছে।
পরে পুলিশ সমপরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং স্বামী-স্ত্রীকে আটক করে। তারা বিভিন্ন স্থানে বাউল গান পরিবেশন করে থাকেন বলেও পুলিশকে জানায়।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন উিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পঞ্চবটি মাজার সংলগ আব্দুর রহমানের চারতলা বাড়ির তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত সুমন এবং তার স্ত্রী স্মৃতি সরকারের স্বীকারোক্তিতে তাদের বাসা থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮ শ’ ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd