জাফলংয়ে হতদরিদ্র মজিদার ভাগ্যে জুটেনি সরকারি ঘর, এগিয়ে আসলেন যুবসমাজ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২১

জাফলংয়ে হতদরিদ্র মজিদার ভাগ্যে জুটেনি সরকারি ঘর, এগিয়ে আসলেন যুবসমাজ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কালিনগড় (মোহাম্মদপুর) গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় হতদরিদ্র মজিদা বেগমের ভাগ্যে জুটেনি সরকারী ঘর। দেখার কেউ নেই এই অসহায় মজিদা বেগমের বাসস্থান। এবার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসলেন জাফলংয়ের যুবসমাজ।

Manual5 Ad Code

অনেকে দেখেও না দেখার ভান করে সাহায্যের হাত বাড়িয়ে দেননি, সরকারি একটি ঘরের জন্য সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও কোন ব্যাবস্তা হয়নি। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ, বিত্তশালী, সামাজিক ব্যাক্তি ও প্রবাসী সহ সবার কাছে বিনীত অনুরোধ এই মহিলার একটি ঘরের ব্যাবস্তা করার জন্য।

জরাজীর্ণ ঝুপড়ী ঘর, চারদিকে চট, টিন, পলিথিন আর লাকড়ির ঘেরা, সেই ঝুপড়ী ঘরে বসবাস ভুমিহীন এই পরিবারের। কে শুনবে এই অসহায় মহিলার দুঃখের কথা, জমি ও ঘরহীন স্বামী পরিত্যক্তা অসহায় দরিদ্র দিন মজুর মজিদার কথা, যার সংসার চলে মানুষে বাড়িতে চেয়ে চিন্তে।

মজিদা বেগমের সাথে আলাপকালে জানা যায়, তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ পোষণ করে। কিন্তু বর্তমান সময়ে করোনার কারণে কোনো কাজকাম না থাকায় মানুষের বাড়িতে কাজ করে ও চেয়েচিন্তে যা পায় তাই দিয়েই চলছে ছোট মেয়ে নাতি সন্তানদের নিয়ে মজিদা বেগম’র জীবন। অনেকদিন কাজ এবং চেয়ে চিন্তে না পেলে না খেয়েই দিন-রাত পার করছেন এই নারী। একটা ঘর হলে সবাই মিলে একটু ভাল ভাবে থাকতে পারতাম।

Manual4 Ad Code

মজিদা বেগম দীর্ঘদিন থেকে কিডনিতে সমস্যায় ভোগছেন, অসহায় এই মহিলাকে ৩ সন্তানসহ ফেলে রেখে চলে গিয়ে অনত্র বিয়ে করে সংসার করছেন স্বামী হারুন মিয়া। অপরদিকে মজিদার ছোট মেয়ে টিকেও এক সন্তানসহ অসহায় এই মহিলার কাঁদে ফেলে চলে যান মেয়েটির স্বামী।

Manual2 Ad Code

এই অসহায় নারীর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে গোয়াইনঘাটের কর্মরত সাংবাদিক মোঃ করিম মাহমুদ লিমন বলেন, আসুন সবাই মিলে মজিদা বেগমকে শেষ বয়সে একটা স্বপ্নের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করি। প্লিজ সবাই সাহায্যর হাত বাড়িয়ে দিন। তিনি আরও বলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে না পারলেও পোষ্টটিতে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আপনার একটি শেয়ারে এমনও হতে পারে কোনও না কোনও ব্যক্তির নজরে পড়বে আর তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।
*ধন্যবাদান্তে *
(মোঃ করিম মাহমুদ লিমন ০১৭১২-৩১৭০৪৬)
(মোঃ রুবেল আহমেদ ০১৭৩৬-১৬১৬৪৮)
(মোঃ ফয়সল খাঁন ০১৭১৮-১৯৭৮৮৪)

Manual6 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..