সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থেকে দেলােয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। পুলিশের দাবি, দেলোয়ার দুর্দর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন স্থানে বেশকয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে ৫ টার দাকে দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া (দক্ষিন) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোগলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত দেলোয়ারকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, প্রকাশ্যে অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর ও ডাকাত বলে পরিচিত। ইতিপূর্বে এসএমপির মোঘলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হয়েছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd