সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা সহ ২জন আটক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার টাকার জাল নোট সহ ২জনকে আটক করা হয়।
আটককৃতরা জৈন্তাপুর উপজেলা রুপচেং গ্রামের আহমদ হোসেনের ছেলে কতুব উদ্দিন (৬০) একই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫)।
আটককৃতদের নিকট হতে ১হাজার টাকা মূল্যমানের ২৭টি জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায় দীর্ঘ দিন হতে উপজেলায় একটি চক্র জাল টাকার বানিজ্য করে আসছে পুলিশের কাছে সংবাদ রয়েছে। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান জোরদার করেছে। তার ধারাবাহিকতায় এই চক্রের ২সদস্যকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd