সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে গিয়ে জাদুকাটায় নিখোঁজ একই পরিবারের মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭) নামে দুই সহোদরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের সামনে দিয়ে বয়ে চলা জাদুকাটা নদী হতে ওই দুই সহোদরের লাশ উদ্ধার করেন। নিহত দুই সহোদর জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের মস্তু মিয়ার শিশু সন্তান।
উল্ল্রেখ, মঙ্গলবার বিকেলে খরস্রোতা সীমান্ত নদী জাদুকাটায় ধেয়ে আসা উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে গিয়ে উপজেলার মিয়ারচর বাজার সংলগ্ন নদী তীরে রাখা বলগেট (ইঞ্জিন চালিত) নৌকায় উঠেন শিশু খাইরুল ইসলাম।
তার সহোদর মেরাজুল বিষয়টি দেখে ছোট ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে নদীর তীরে গেলে রাতভর দুই সহোদরই আর বাড়ি ফেরেননি। ঢলের পানিতে পানিতে পড়ে দুই সহোদর নিখোঁজ হয়েছেন এমন ধারণা হতে পরদিন বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়ে ব্যার্থ হন।
বৃৃহস্পতিবার বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, সুনামগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট এর অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য উদ্যার হওয়া দুই সহোদরের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd