গোয়াইনঘাট বাসীকে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা করলেন ওসি আহাদ

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

গোয়াইনঘাট বাসীকে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা করলেন ওসি আহাদ

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে এক রিক্সা চালককে মারধরের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে জড়ানোর জন্য উভয় গ্রামের কয়েক শ’ লোক মুখোমুখি হলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন ওসি আব্দুল আহাদ। গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে রবিবার (২৭ জুন) সকালে গোয়াইন ও সতি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এই প্রস্তুতি চলছিল।

Manual7 Ad Code

জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের মনির উদ্দিনের ছেলে রিকশা চালক হারুন রশিদকে গোয়াইন বাজারে পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের এর এক লোক মারধর করেন। এর জের ধরে রবিবার সকালে সতি গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে গোয়াইন গ্রামের শতাধিক লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে ওই মাঠে যান। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়ে প্রথমে উভয় পক্ষকে নিজ নিজ গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এর নেতৃত্বে  ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

Manual2 Ad Code

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাটের সতি গ্রাম ও গোয়াইন গ্রামের মধ্যে সংঘর্ষ ঘটতে যাচ্ছিল। খবর পেয়ে থানার ওসি আবদুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সংঘর্ষ রোধ করতে সক্ষম হন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..