শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে : ইউএনও তাহমিলুর রহমান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে : ইউএনও তাহমিলুর রহমান

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ ২৬ জুন (শনিবার) বিকেলে গোয়াইনঘাটে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরের পুকুরে উক্ত সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ( ক) গ্রুপে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম, ৯ম ও১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে কোওর বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম ১ম স্থান অধিকার করেন।

Manual6 Ad Code

গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী স্বপন আহমদ ২য় হন। (খ)গ্রুপে একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীর অংশগ্রহণ করেন তাদের মধ্যে গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও ফয়সল ইসলাম ১ম ও ২য় হন।

এছাড়াও ( গ) গ্রুপে সাধারণ অর্থাৎ উন্মুক্ত অংশগ্রহণ কারীর মধ্যে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কালীজুরী গ্রামের রাজু আহমেদ ১ম এবং লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের রুবেল আহমদ ২য় স্থান অর্জন করেন। সাঁতার প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হলে তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে।

Manual6 Ad Code

তিনি জানান এরই লক্ষে গোয়াইনঘাট উপজেলায় ফুটবল, ক্রিকেট,ভলিবল ও সাঁতার প্রতিযোগিতাসহ নানাবিধ খেলাধুলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি খেলায় উপজেলার সেরা একশত জম খেলোয়াড় বাছাই করা হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..