সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১
সানোয়ার আলম : করোনাকালে ‘বিতর্কিত’ ডিজিটাল আইনের মামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আর মামলা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সাংবাদিকরাই এর প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন।
অনুসন্ধানে দেখা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে (জুন মাসের ২৪) তারিখ পর্যন্ত ডিজিটাল আইনে যত মামলা হয়েছে তার আসামির প্রায় ৪৫ ভাগ সাংবাদিক। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ, সরকারি হাসপাতালে কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে গত ( ২৪ জুন) ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক শহীদুল ইসলাম ও মনিরুল হক মোল্লার বিরুদ্ধে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বাদী হয়ে আইসিটি আইনে মামলা দায়ের করেন।
সাংবাদিকরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন দুর্নীতি-অনিয়মের সংবাদ প্রকাশ হয় কয়েকটি পত্রিকায়, কিন্তু আমরা শেয়ার করেছিলাম এই অপরাধে দুজনকে আসামি করে মামলা করেন।
সাংবাদিকদের নামে আইসিটি আইনে মামলা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও নিন্দা ঝড় উঠেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd