জাফলংয়ে দুই লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

জাফলংয়ে দুই লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা জাফলংয়ে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual4 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর) এর একটি দল শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে জাফলং এর বাল্লাঘাট সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য মজুদ করা একটি গোডাউনে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম।

Manual1 Ad Code

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গোডাউনে তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় অরিও বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি, সাবান এবং ডেইরি মিল্ক চকলেট সহ একশত কার্টুন ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতরাতে জাফলং অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালনের মাধ্যমে মজুদ করা বিপুল পরিমান ভারতীয় বিস্কুট-চকলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..