সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ জনের বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ফেইসবুক লাইভে এসে অপপ্রচার ও অনলাইনে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট জেলা জজ আদালতের আইনজীবী সহকারী, সিলেট শহরতলীর বন্দবন্দ গ্রামের বাসিন্দা ফয়জুর রহমানের পুত্র আতিউর রহমান বাদী হয়ে বৃহষ্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনারের বিচারক আবুল কাশেমের আদালতে এই মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উপ-কমিশনারকে নির্দেশ প্রদান করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন ফতেগড় বাজারতলা গ্রামের বাসিন্দা বেলাল আহমদের পুত্র মামুনুর রশিদ শামীম, একই এলাকার জামাল আহমদের পুত্র রুবেল আহমদ, নগরনিউজ২৪ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, এয়ারপোর্ট থানাধীন দেবাইবহন গ্রামের বাসিন্দা আবদুল খালিকের পুত্র সাইফুল ইসলাম, সিলেটচ নিউজ প্রতিদিন নামের একটি অনলাইন দৈনিকের সম্পাদক, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জাপান স্কুল রোড স্কুলের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও হযরত শাহজালাল২৪ অনলাইন টিভির সম্পাদক নিয়াজ মোহাম্মদ।

Manual1 Ad Code

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন জানান, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত অনলাইন টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করে বাদী আতিউর রহমান ও তার পরিবার এবং সিলেট জেলা বারের আইনজীবী এডভেকেট খোরশেদ আলম সম্পর্কে আপত্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া, অভিযুক্তরা একাধিক অনলাইন নিউজ পোর্টালে বাদী আতিউর রহমান ও এডভোকেট খোরশেদ আলমের ছবি সংযুক্ত করে তাদেরকে চাঁদাবাজ, ভূমিদস্য, সন্ত্রাসী ইত্যাদি আপত্তিকর অভিধায় অভিহিত করে সংবাদ প্রচার করেন। আপত্তিকর লাইভের ভিডিও এবং প্রকাশিত সংবাদ বিভিন্ন ব্যক্তি অনলাইনে শেয়ার করেন। ফলে, বাদী ও তার পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এতে সংক্ষুব্ধ হয়ে আতিউর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ডিডিজাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক), ২৬(১), ২৯)১), ৩৫(১) ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মহানগর ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Manual6 Ad Code

এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের নামে কথিত লাইভ টিভির মাধ্যমে মনগড়া, মানহানিকর ও ভিত্তিহীন বক্তব্য, সাক্ষাতকার ও লাইভ সম্প্রচার করা হচ্ছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিকতার কোন নীতিমালার পরিপন্থি। সিলেটে সম্প্রতি সাইবার ট্রাইব্যুনাল চালু হওয়ায় এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..