গোয়াইনঘাটে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

গোয়াইনঘাটে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি গ্রামের মামলাবাজ তাজউদ্দিনের মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

(৭ জুন) সোমবার বিকাল ৪ টায় স্থানীয় পীরের বাজারে পাতনি গ্রামের তাজউদ্দিনের দেওয়া খলামাধব গ্রামের সালিশি ব্যক্তিত্ব মোজাম্মেল আলীর উপর হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।

বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি বিলাল উদ্দিন, বিশিষ্ট প্রবীণ মুরব্বি সলিমুদ্দিন, আব্দুল কাদির সুমন, ফরিজুলল ইসলাম, আজিরউদ্দিন, সুলেমান, ব্যবসায়ী কামাল আহমদ ও কুতুবউদ্দিন এবং এলাকাবাসীর পক্ষে আরও অনেকে।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন জৈনিক ব্যক্তি তাজউদ্দিন একজন মামলাবাজ এলাকার মানুষের সাথে তার বনিবনা না হলে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে হেনস্তা করাই তার কাজ। বিচার সালিশের রায় তার পক্ষে গেলে ঠিক আছে নতুবা কোনকিছুর ঠিক নয়। মানববন্ধনে বক্তারা আরো বলেন সালিশি ব্যক্তিত্ব যিনি শুধু নিজের ইউনিয়নে নয় উপজেলার বিভিন্ন জায়গায় সালিশ করেন সে মোজাম্মেল আলী তার পক্ষে রায় না দেওয়ায় মিথ্যা আর হয়রানিমূলক মামলা দিয়ে তাকে ফাঁসানো চেষ্টা করছে তাজউদ্দীন।

Manual8 Ad Code

এলাকাবাসী বলেন তাজউদ্দিনের এক ভাই এসআই হওয়ার সুবাদে গ্রাম এলাকার যেকোনো টুনকো বিষয়ে মানুষকে কথা বার্তায় আচার-আচরণে প্রভাব খাটিয়ে এমনকি মামলার হুমকি ধামকি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে। এক কথায় তার ভাইয়ের ক্ষমতার অপব্যবহার সে করে। এইসব কারণে এলাকায় তাজউদ্দিনকে সবাই মামলাবাজ হিসাবে চিহ্নিত করেছে। মানববন্ধনে সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে যেন মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..