বিশ্বনাথে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

বিশ্বনাথে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual8 Ad Code

সিলেট :: সিলেট জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বিশ্বনাথ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে লামাকাজী ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ডের অন্তর্গত মাহাতাব পুর সাকিন অর্থ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে হাফিজুর রহমান (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ (বিশ) বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আসামী বিশ্বনাথ থানা দিন কাজির গাও গ্রামের জনৈক আব্দুল আহাদ এর ছেলে বলে জানা যায়।অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক উদ্ধারের ব্যাপারে পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ বরাবরের মত তৎপর রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, চলমান সংকট মোকাবেলার পাশাপাশি মাদক উদ্ধার সহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ বিশেষ ভাবে তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এসআই আবুল কালাম আজাদ বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..