মামুনল হক গ্রেফতারকে কেন্দ্র করে জকিগঞ্জে মিছিল, ৮ কর্মী কারাগারে

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

মামুনল হক গ্রেফতারকে কেন্দ্র করে জকিগঞ্জে মিছিল, ৮ কর্মী কারাগারে

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনল হককে গ্রেফতারকে কেন্দ্র করে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নাশকতা ও জনমনে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হেফাজত ও বিএনপি জামায়াতের ১৭ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলার আসামী বিএনপি, জামায়াত শিবির, হেফাজতের ৮জন নেতাকর্মীকে সোমবার রাতেই গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা হলো, মাইজগ্রামের মৃত আব্দুল হকের ছেলে সাহাব উদ্দিন (৩০) ও জাকারিয়া (৩২), মৃত মনজির আলী সানাই মিয়ার ছেলে মঞ্জুর আহমদ (৪৮) ও শাহ মর্তুজ আলী রাজু (৪০), খিলোগ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫০) ও হুমায়ন আজাদ (৪৫), আব্দুল হামিদের ছেলে নুরুল হক খান (৪৭) জমির উদ্দিনের ছেলে কামিল আহমদ (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টায় জকিগঞ্জের শাহগলী এলাকায় হেফাজত, বিএনপি ও জামায়াত শিবির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে নাশকতার চেষ্টা চালায়। জনমনে ভয়ভীতি প্রদর্শণ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়াতারা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নাশকতা করার দায়ে সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..